বীর শহীদ শম্ভু সাতমুড়ার বাড়িতে মূখ্যমন্ত্রী, শ্রদ্ধা জ্ঞাপন ভারতীয় জনতা যুব মোর্চার

cm1নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর ৷৷ জন্মু ও কাশ্মীরে পুঞ্চ জেলার ভারত-পাক সীমান্তের জামিয়া ওয়ালিগলি সেক্টরে গত ২২ নভেম্বর পেট্রোলিং করার সময় পাকিস্থানি হানাদার বাহিনীর পেতে রাখা মাইন বিস্ফোরনে শহীদ হন বি এস এফ ১০৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান তথা রাজ্যের যুবক শম্ভু সাতমুড়া। দেশের বীর শহিদ শম্ভু সাতমুড়ার বাসভবনে গেলেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি সেখানে বীর শহিদ শম্ভু সাতমুড়ার পরিবার পরিজনদের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপণ করেন।
bjpএদিকে বিজেপি’র সভাপতি বিপ্লব কুমার দেব ও পর্যবেক্ষক সুনীল দেওধর সহ রাজ্য কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ শুক্রবার শহীদ শম্ভু সাতমুড়ার বাসভবনে দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপণ করেন এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেন। যুব মোর্চার রাজ্য কমিটির উদ্যোগে বীর শহীদ শম্ভু সাতমুড়ার রাজ্যব্যাপী শ্রদ্ধা শ্রদ্ধা জ্ঞাপনের জন্য ৮টি জেলার প্রতিটি মন্ডলে মন্ডলে সন্ধ্যায় মোম বাতির প্রজ্জ্বলন করে শোক জ্ঞাপণ হয় এবং দেশ রক্ষায় অতন্ত্র প্রহরীর ভূমিকায় যে সমস্ত সৈনিকরা রয়েছেন প্রতিটি ভারতবাসী তাদের পাশে থাকার অঙ্গীকার গ্রহন করা হয়। ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি টিংকু রায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানায়।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*