নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৬ ডিসেম্বর ৷৷ রাজ্যের জেলা কোর্ট এবং জেলা কারাগারগুলির মধ্যে ভিডিও কনফারেন্সিং পদ্ধতির সূচনা হল মঙ্গলবার। বিকেলে ত্রিপুরা হাইকোর্টের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভিডিও কনফারেন্সিং পদ্ধতির উদ্বোধন করেন ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি টি ভাইফেই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী তপন চক্রবর্তী। এই পরিষেবা উদ্বোধনের পর প্রধান বিচারপতি টি ভেইফেই, আইন মন্ত্রী তপন চক্রবর্তী, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতিদ্বয় এস সি দাস এবং এস তলাপাত্র রাজ্যের পাঁচটি ডিস্ট্রিক্ট এন্ড সেসান জজ কোর্ট, বিশালগড়স্থিত কেন্দ্রীয় সংগোধনাগার এবং জেলা কারাগারগুলির সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলেন। তাদের কাজকর্ম সম্পর্কে খোঁজ নেন। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপণ করেন ত্রিপুরা হাইকোর্টের রেজিষ্ট্রার জেনারেল এস জি চট্টোপাধ্যায়।