নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর ৷৷ ১২ ডিসেম্বর দিনটি ছিল বিশ্ব নবি দিবস। এই দিনটি পালন করা হয়ে থাকে হজরত মহম্মদের জন্মদিন হিসেবে। আর তা যথাযথ মর্যাদার সঙ্গে পালন করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে ১২ ডিসেম্বর ছুটি ঘোষণা করা হয়েছে। এর জেরে সোমবার সরকারি অফিস, আদালত থেকে স্কুল সবই ছিল ছুটি। ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মহম্মদের জন্মদিন উপলক্ষে শহরে মিছিল সংগঠিত করে মুসলিম ধর্মাবলম্বীরা। সোমবার সকালে গাউছিয়া সমিতির উদ্যোগে আগরতলায় সহস্রাধিক মুসলীম ধর্মাবলম্বী লোকের উপস্থিতিতে ইন্দ্রনগর মসজিদ থেকে পদযাত্রা বের করা হয়। । ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা হজরত মহম্মদের জন্মদিনকে কেন্দ্র করে গোটা রাজ্যের মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসাহ উন্মাদনা লক্ষ্য করা গেছে।