ফরিদাবাদে পুরভোটে ৩০ আসনে জয় বিজেপির

bjpজাতীয় ডেস্ক ৷৷ ফরিদাবাদের স্থানীয় পুরসভা নির্বাচনে ৪০টি আসনের মধ্যে ৩০টি-ই বিজেপি দখল করায় অমিত শাহ-র দাবি, দলের ‘উন্নয়নমুখী এজেন্ডা’র জয় হল। বিজেপি সভাপতি এও বলেছেন, নোট বাতিলের সিদ্ধান্ত চালু হওয়ার পর থেকে একের পর এক রাজ্যে দলের সাফল্য আরও প্রমাণ করছে, ওই পদক্ষেপ মানুষ সমর্থন করছেন। পুরভোটে জয় বিজেপির সবকা সাথ, সবকা বিকাশ-এর আদর্শ, উন্নয়নমুখী কর্মসূচির সাফল্য বলেও ব্যাখ্যা করেন তিনি। দাবি করেন, নোট বাতিল হওয়ার পর হওয়া প্রতিটি নির্বাচনে দেশের মানুষ ভোটের মাধ্যমে ওই পদক্ষেপে সম্মতির সিলমোহর দিয়েছেন। রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্র, কেন্দ্রশাসিত চন্ডীগড়ে অনুষ্ঠিত নির্বাচনগুলিতে দলের পারফরম্যান্সের প্রতি ইঙ্গিত করে অমিত শাহ দাবি করেন, স্পষ্ট হয়ে গিয়েছে যে, বিরোধীরা নোট বাতিলের ইস্যুতে স্রেফ রাজনীতিই করেছেন। কিন্তু মানুষ সত্ ভারতবর্ষ গড়তে চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগ সমর্থন করছেন। নোট বাতিলের পর বিজেপি ফরিদাবাদ নিয়ে ৬টি নির্বাচনে জয়ী হল বলে জানান তিনি।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*