গোপাল সিং, খোয়াই, ১৭ জানুয়ারী ৷৷ খোয়াই জেলা গ্রন্থাগার এর বর্তমান সময়ে দরজা খোলার সময় নিয়ে জনমনে ক্ষোভ। দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সময়সুচী নিয়ে খোয়াই এলাকার জনমনে বিভিন্ন দাবী উজ্জ্বীবিত হচ্ছে। বর্তমানে যে সময় খোয়াই জেলা গ্রন্থাগাররের দরজা খোলা হয় সেই সময় জনগন নিজ নিজ বাড়ী এবং সংসারের দায়ভার নিয়ে ব্যস্ত থাকেন। যে সময় বাজার এর উদ্দেশ্যে অভিযান করেন এবং একটু সময় বাঁচিয়ে জেলা গ্রন্থাগারে বসে বিভিন্ন সংবাদপত্র বা ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করানো। কিন্তু দু:খের বিষয় সেই সময় জেলা গ্রন্থাগারের দরজা বন্ধ থাকে। জনগনের অভিমত সময়সূচীর পরিবর্তন জরুরী। সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৪টা থেকে ৮টা পর্যন্ত সময়সূচী হলে জনগনের একটু সুবিধা হতো। ছাত্র-যুব-শিক্ষক সহ সকল অংশের মানুষ পঠন-পাঠন এবং জ্ঞান অর্জন করতে পারতো। কিন্তু বর্তমানে হাতেগুনা কয়েকজন প্রতিদিন আসেন এবং এমনভাবে সংবাদপত্রগুলো হাত কবজা করে রাখেন যা দীর্ঘ সময় অপেক্ষা করেও হাত বদল করা যায় না। অথচ নানা রকম সুযোগ-সুবিধা থাকলেও সবই যেন শুধুই সাইনবোর্ড। যে জায়গায় ইলেক্ট্রনিক মিডিয়া এবং ইন্টারন্যাটের যুগেও মানুষ জেলা গ্রন্থাগারের সুযোগ নিতে ইচ্ছুক সেখানে সব সুবিধা থেকেও নেই। তাছাড়া জেলা গ্রন্থাগার এলাকার বর্তমান পরিবেশ নিয়ে জনমনে গুঞ্জন দীর্ঘদিনের। খোয়াই জেলা গ্রন্থাগার চত্বরেই দেশী মদ বিক্রি হয় অবাধে। সন্ধ্যা হতেই যুব থেকে বৃদ্ধ সব নেশাখুররাই বাউন্ডারী ওয়ালহীন খোয়াই জেলা গ্রন্থাগারের আনাচে-কানাচে বসে মদের আসর জমায়। প্রকাশ্যে মদ বিক্রি হয়। কিন্তু এনিয়ে বারবার সংবাদ প্রকাশিত হবার পরও কোন হেলদোল নেই প্রশাসনের। অথচ খোয়াই জেলা গ্রন্থাগারের পেছনে রয়েছে ৬০ বছরের দীর্ঘ ইতিহাস।