খোয়াইবাসীর জন্য উৎস্বর্গকৃত এম্ব্যুলেন্স আজ সাক্ষীগোপাল

carগোপাল সিং, খোয়াই, ১৮ জানুয়ারী ৷৷ খোয়াই জেলায় জননী সুরক্ষা যোজনায় আগরতলায় রোগী নেওয়ার জন্য ৮০০ টাকা সরকার প্রদান করেন। অন্যদিকে প্রয়াত বিধায়ক সমীর দেবসরকার খোয়াইবাসীর জন্য উৎস্বর্গ নামে একটি ডিজেল চালিত এম্ব্যুলেন্স দান করেন। এই এম্ব্যুলেন্সটি রক্ষনাবেক্ষনের জন্য খোয়াই পুর পরিষদকে দায়িত্ব দেওয়া হয়। যা আজ সাক্ষীগোপাল হিসাবে খোয়াই জেলা হাসপাতালের সামনে ঠায় দাঁড়িয়ে আছে। আর কয়েকদিন বাদে হয়তো লোহা ভাঙার দোকানে কেজি দরে বিক্রি হবে এই এম্ব্যুলেন্সটি। জনমনে প্রশ্ন, পেট্রোল বা সিএনজি চালিত প্রাইভেট গাড়ী ৮০০ টাকায় আগরতলা জিবিতে রোগী নিয়ে যায়। তার থেকে আবার দালালরা ১০০ টাকা কমিশন নিয়ে নেয়। থাকে ৭০০ টাকা। তাহলে পুর এলাকায় নতুন ডিজেল চালিত এম্ব্যুলেন্স ভাড়া ৯০০ টাকা কেন? প্রশ্ন জনমনে। জনসাধারন এমন ব্যবস্থা বুঝে উঠতে পারছেন না। প্রাইভেট গাড়ীতে রোগী নিয়ে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার। সেলাইন, অক্সিজেন দিয়ে রোগীকে নেওয়া মুস্কিল। অথচ পৌর সভার এম্ব্যুলেন্সে সব সুবিধা আছে। তারপর এক অবৈজ্ঞানিক চিন্তা ধারায় পৌর সভার এম্ব্যুলেন্স পড়ে থাকে। জনগনের অভিমত ভাড়া যদি ১০০ টাকা কমানো হয় তবে ৮০০ টাকা প্রতিদিন আয় হতো পৌর সভার। চালক এবং মেরামতি খরচ বসে বসে দিতে হতো না। অথচ সহজ, সরল হিসাব বুঝে না নাকি বুঝেও বুঝতে চায় না পুর পরিষদ। নাকি ঐ ১০০ টাকা কমিশনের কোন গন্ধ, প্রশ্ন জনগনের।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*