বিধানসভার বাজেট অধিবেশন শুরু হল রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে

rbনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী ৷৷ শুক্রবার সকাল ১১টায় রাজ্যপাল তথাগত রায়ের ভাষণের মধ্য দিয়ে শুরু হল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশন শেষ হবে ১৫ই মার্চ। মোট ৯ দিন চলবে অধিবেশন, বাকি দিন গুলি ছুটি থাকবে। আগামী ২০ ফেব্রুয়ারী অধিবেশনে রাজ্যের অর্থমন্ত্রী ভানুলাল সাহা বাজেট প্রস্তাব পেশ করবেন বলে জানা গেছে। শুক্রবার রাজ্য বিধানসভায় প্রাক্তন বিধায়ক প্রয়াত গুনপদ জমাতিয়া এবং রাজ্যের প্রাক্তন এডভোকেট জেনারেল তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন আইনমন্ত্রী প্রয়াত নিশীথ অধিকারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ প্রয়াতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতি চারণ করেন।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*