গোপাল সিং, খোয়াই, ০৩ মার্চ ৷৷ শুরু হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ-মাধ্যমিক পরীক্ষা। চলবে ৮ই এপ্রিল পর্যন্ত। খোয়াই জেলায় এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,২৫৪ জন। এর মধ্যে খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয় এবং বালিকা বিদ্যালয় এই দুটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। এর মধ্যে খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে ৭৩৯ জন ছাত্র-ছাত্রী এবং খোয়াই সরকারী দ্বাদশ শ্রেনী বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে ৩৯৮ জন ছাত্র-ছাত্রী। মোট ১১৩৭ জন ছাত্র-ছাত্রী খোয়াইতে উচ্চমাধ্যমিক পরীক্ষা বসেছে। ৩রা মার্চ থেকে শুরু হচ্ছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা। খোয়াইতে মোট ৬টি ভেন্যুতে ২৪৬৮ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসছে।