ভোটের রেজাল্ট আউট – ত্রিপুরায় বিজেপি’র উচ্ছ্বাস

bjpদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১১ মার্চ ৷৷ ১১ই মার্চ গোটা দেশের সঙ্গে ত্রিপুরাও পুরোপুরি আক্রান্ত হয়ে পড়ে ভোট জ্বরে। সর্বত্রই মুখে মুখে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর আর উত্তরাখান্ডের ভোটের ফলের চর্চা হয়েছে। দেশের সবচাইতে বেশী আসন সমৃদ্ধ উত্তরপ্রদেশের ভোটে মোদী সুনামীতে তছনছ হয়ে গেছে আখিলেশ-রাহুলের জোট। পাঞ্জাবে দীর্ঘ ১০ বছর বাদে কংগ্রেস ক্ষমতা দখল করেছে। ভোটের ফলাফলের জন্য উদগ্রীব অপেক্ষায় ছিল ত্রিপুরার গেরুয়া শিবির। বিশেষ করে উত্তরপ্রদেশের মোদী ঝড়ে ক্ষমতার সিংহাসনে বিজেপি’র প্রত্যাবর্তনে ত্রিপুরায় বিজেপি সমর্থক, নেতা-নেত্রীদের উচ্ছ্বাস দেখা গেছে। শহরের বিজেপি কার্যালয়ে সকাল থেকেই ভীড় জমান বিজেপি কর্মকর্তা আর সমর্থকরা। বাজী পটকা, গেরুয়া আবীর, মিষ্টি মুখ করার আনন্দে মাতোয়ারা হয়ে উঠে বিজেপি কর্মী সমর্থকরা। শহরের নানা স্থানে পন্ম কাঁধে মিছিল, কোথাও বিজেপি অফিসের সামনেও পথচারীদের মিষ্টি খওয়াতে দেখা গেছে বিজেপি সমর্থকদের। বিজেপি উচ্ছ্বাসের বিপরীতে পোষ্ট অফিস চৌমুহনীতে রাজ্য কংগ্রেস অফিস ছিল শূনশান। যদিও এই ভোটে রাজ্যের কোনো যোগাযোগ ছিলনা তবুও এই ফলাফলে রাজ্য বিজেপি নতুন শক্তিতে ২০১৮ কে সামনে রেখে পথে নাববে বলাই বাহুল্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*