সেচ প্রকল্পের পাম্প ঘর নির্মাণে ব্যাপক দুর্নীতির অভিযোগ

sbওয়াটসঅ্যাপ প্রতিনিধি, সাব্রুম, ২০ মার্চ ৷৷ সাব্রুম মহকুমার ইন্দিরানগর পঞ্চায়েতের বিরুদ্ধে জনগণ ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছে। ইন্দিরানগর পঞ্চায়েতের অধীনে গোবিন্দমাঠে (তাকিয়া বাড়ির পার্শবর্তী) সেচ প্রকল্পের পাম্প ঘর নির্মাণে ব্যাপক দুর্নীতি হয়েছে। এই নির্মাণের ঠিকাদাররা শাসক দলের ঘনিষ্ট হওয়ায় ভয়ে সরাসরি কিছু বলতে পারছেনা। এলাকার জনগণ ও কৃষকদের অভিযোগ ঘরের ওয়াল নির্মাণে নিম্নমানের ইট ও বালি ব্যবহার করা হয়েছে। সিমেন্টের তুলনায় বালির পরিমানই বেশি, যে কারণে এই ঘর বেশিদিন থাকবে বলে মনে হয়না। এছাড়া ঘরের ছাউনি দেওয়া হয়েছে পুরোনো জংধরা ছিদ্রযুক্ত টিন, যে টিন কোনো ভাঙাঘর থেকে এনে লাগানো হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, এই ঠিকাদার দীর্ঘদিন যাবৎ মহকুমার বিভিন্ন এলাকার কাজ এভাবেই করে যাচ্ছে। ইন্দিরা নগরবাসী চাইছে এই দুই নম্বরি ঘর ভেঙে পুনরায় ভালোভাবে সেচের ঘর নির্মাণ করার জন্য, যাতে কৃষকরা উপকৃত হয়। এছাড়া এই এলাকার গ্রামীণ রাস্তাগুলোর অবস্থা খুব খারাপ, নেতারা এলাকার উন্নয়নের কথা না ভেবে নিজেদের উন্নয়নের কথাই ভাবছে।জনগণ সুষ্ঠ তদন্তের দাবি করেছে।এখন দেখার প্রশাসন কি পদক্ষেপ নেয়।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*