আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল || রাজধানীর ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট পরিদর্শনে গিয়েছেন ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। মঙ্গলবার রাজ্যপাল ওএনজিসি ত্রিপুরা অ্যাসেট সরজমিনে ঘুরে দেখেন এবং কথা বলেন আধিকারিকদের সাথে।
এদিন পরিদর্শন শেষে রাজ্যপাল সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে জানিয়েছেন, ওএনজিসি কি ভাবে কাজ করছে তা পরিদর্শন করতে তিনি গিয়েছেন।