আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল || বেশ কয়েকদিন ধরে রাজ্যে তীব্র তাপমাত্রার ফলে নাজেহাল জনজীবন। তীব্র দাবদাহে হাসফাস জনজীবন। এবার তা কাটিয়ে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার আবহাওয়া দপ্তরের সায়েন্টিস্ট-সি ডঃ পার্থ রায় জানান, আগামীকাল অর্থাৎ পয়লা মে থেকেই রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলবে রাজ্যবাসী।