আপডেট প্রতিনিধি, আগরতলা, ৩০ এপ্রিল || রাজ্যে তীব্র দাবদাহের ফলে নাজেহাল জনজীবন। এই দাবদাহ থেকে একটু স্বস্তি ফিরিয়ে দিতে মঙ্গলবার ত্রিপুরা স্টেট কোপারেটিভ কনজিউমার ফেডারেশন লিমিটেড আইতরমার উদ্যোগে মঙ্গলবার রাজধানীর শকুন্তলা রোডে জলছত্র বসানো হয়। এখানে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে তরমুজ ও সরবত বিতরণ করা হয়।