বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৭ মার্চ ৷৷ সোমবার ৬ দফা দাবীতে উদয়পুর গর্জি বাজারে বিক্ষোভ মিছিল করে গর্জি পুলিশ ফাড়িতে ডেপুটেশান দিলেন BRU SONGRONGMA MTHOH সামাজীক সংস্থা। জানা যায়, গত শনিবার বিকেলে ঐ এলাকার এক বখাটে যুবক গোলাপ হোসেন দশম শ্রেনীতে পাঠরত দুই নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টা করে। নাবালিকার চিৎকার শুনে এলাকার মানুষ ছুটে এসে গোলাপ হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। শনিবার রাতে অসুস্থতার ভান করলে পুলিশ গোলাপ হোসেনকে হাসপাতালে নিয়ে আসলে সেখান থেকে সে পালিয়ে যায়। এরই প্রতিবাদে BRU SONGRONGMA MTHOH সামাজীক সংস্থা থেকে ৫ জনের একটি প্রতিনিধি দল শনিবার ৬ দফা দাবীতে এডিশনাল এস পি নবদ্বীপ জমাতিয়ার নিকট ৬ দফা দাবী সনদ তুলে দেন।