দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৭ মার্চ ৷৷ ন্যাশনাল ইয়ুথ প্রোজেক্ট গ্রামীন মহিলাদের স্বনির্ভরতা করার লক্ষ্যে সারা দেশ ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে চলছে। এরই কর্মসূচীর অঙ্গ হিসেবে রাজ্যের আগরতলা অনতি দূরে দূর্জয় নগরের ২৫ মার্চ থেকে ১৫ দিন ব্যাপী মহিলাদের স্বনির্ভরতার জন্য এক বিশেষ প্রশিক্ষনের আয়োজন করেছে ন্যাশনাল ইয়ুথ প্রোজেক্ট ত্রিপুরা। উদ্বোধনী অনুষ্ঠানে এদিন প্রশিক্ষন শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ুথ হোস্টেল এশোসিয়েশান অফ ইন্ডিয়ার চেয়ারম্যান বিভূতি দেববর্মা, সঙ্গে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ভারত ট্রাস এর চেয়ারম্যান আশুতোষ কুমার সিং এবং প্রসূন লটান। এদিন উপস্থিত অতিথিগণ ন্যাশনাল ইয়ুথ প্রোজেক্ট ত্রিপুরার এধরনের কর্মসূচীকে ভূয়সী প্রশংসা করেন। এই প্রতশিক্ষন শিবিরে উক্ত এলাকার মোট ৫০ জন মহিলা অংশগ্রহন করেন। এই কর্মসূচী শিবির পরিচালনা করেন ন্যাশনাল ইয়ুথ প্রোজেক্ট ত্রিপুরার সেক্রেটারি দেবাশিষ মজুমদার। সংগঠনের পক্ষ থেকে সহযোগিতায় এগিয়ে আসেন প্রতিমা দেববর্মা, মনীষা দেববর্মা, শান্তনু চক্রবর্তী, সুমিতা দেবনাথ, তিলোত্তমা দেববর্মা, রতনা সরকার, প্রীতিকনা সিংহা সহ প্রমূখ।