নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০২ এপ্রিল ৷৷ রাজ্যে ২০১৮ বিধানসভা নির্বাচন এখনও ১০-১১ মাস বাকি। কিন্তু ভোটমুখি প্রচারে পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলো। শাসকদল সহ বিরোধী দলগুলোও মাঠে নেমে পড়েছেন ১৮’র বিধানসভাকে সামনে রেখে। শনিবার তেলিয়ামুড়ার কমলনগরে বিজেপি আয়োজিত এক জনসভায় তৃণমূল থেকে ১৪৫ পরিবারের ৫৯০ ভোটার এবং শাসকদলের ৩২ পরিবারের ১৩২ জন ভোটার গেরুয়া শিবিরে যোগ দিয়েছে। জনসভায় দলত্যাগীদের হাতে বিজেপি পতাকা তুলে দিয়ে বরণ করে নেন বিজেপি নেতৃবৃন্দরা। এই সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব, রাজ্য কমিটির সদস্য এস কে জমাতিয়া, কল্যাণী রায়, রাজ্য সম্পাদক অমিত রক্ষিত, মনিহার দেববর্মা, জলি দেববর্মা সহ অন্যান্যরা।