জাতীয় ডেস্ক ৷৷ আজমেঢ়ের দরগায় চাদর চড়িয়ে দ্বাদশ শতাব্দীর সুফি সন্ত খোয়াজা মঈনউদ্দিন চিস্তিকে শ্রদ্ধা জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন হেলিকপ্টারে করে আজমেঢ় পৌঁছন হাসিনা। সঙ্গে ছিলেন বাংলাদেশের পাঁচ মন্ত্রী সহ ২৬ জনের প্রতিনিধিদল। সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁকে স্বাগত জানান দরগার অঞ্জুমান কমিটি। সেখানে তিনি প্রায় এক-ঘণ্টা ছিলেন। এর মধ্যে প্রায় ১৫ মিনিট প্রার্থনা করেন। জানা গিয়েছে, জন্নতি গেটের কাছে তিনি নমাজ পড়েন। বাংলাদেশ প্রধানমন্ত্রীকে একটি স্কার্ফ ও একটি ‘তবারুখ’ দেন খাদিম কালিমউদ্দিন চিস্তি। প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর পর হাসিনা এই দরগায় এলেন। এর আগে ২০১০ সালের ১৩ জানুয়ারি পরিবারের সঙ্গে এসেছিলেন।