বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ এপ্রিল ৷৷ সি পি আই (এম) থেকে ১৩ পরিবার এবং কংগ্রেস থেকে ২ পরিবারের মোট ৭২ জন ভোটার বিজেপি’তে যোগ দিয়েছেন। শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কেসি পাড়ায় অজিত সাহার বাড়িতে একটি ঘরোয়া শোভায় মাধ্যমে গেরুয়া শিবিরে যোগ দিলেন তারা। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরন করে নেন বিজেপি দক্ষিণ জেলার সভাপতি বিভিষন দাস।