নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৩ মে ৷৷ জেলা শিক্ষা ও প্রশিক্ষণ (ডায়েট) এর নবনির্মিত একাডেমিক ও প্রাসাশনিক ভবনের উদ্বোধন করেন রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সরকার। ৪৮০০ বর্গমিটার এলাকায় ৭ কোটি টাকা ব্যয়ে এই ডায়েটের দ্বিতল বাড়িটি নির্মিত হয়েছে। বাড়িটি নির্মাণ করেছে পূর্ত দপ্তর। বুধবার উদয়পুরের কাকড়াবনে এই ভবনের উদ্বোধন করে মূখ্যমন্ত্রী বলেন, এই ডায়েট শুধু কাকড়াবনের গর্ব নয়, সারা রাজ্যের গর্ব। তিনি বলেন মানব সম্পদের বিকাশ ঘটাতে গেলে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে নজর দিতে হবে। এই দৃষ্টিভঙ্গী নিয়ে রাজ্য সরকার কাজ করছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, বিধায়ক মাধব সাহা, এস সি ই আর টি অধিকর্তা রতিশ মজুমদার, গোমতী জিলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি গৌতম সরকার, কাকড়াবন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুনীতি রায়, গোমতী জেলার জেলা শাসক রাভেল হেমেন্দ্র কুমার,কাকড়াবন ডায়েটের অধ্যক্ষ বীরচন্দ্র দেববর্মা। সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা।
ডায়েট এবং মাতাবাড়ী ইংলিশ মিডিয়াম স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন
একই দিনে উদয়পুরে মাতাবাড়ী ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। এখানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা উত্তম কুমার চাকমা। সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা। নবনির্মিত বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৪ কোটি ৩৮ লক্ষ ৬২ হাজার টাকা।