দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৫ মে ৷৷ বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ –এর রাজ্য সফর উপলক্ষ্যে শহরের নানা প্রান্তে কমল শোভিত পতাকা আর গেড়োয়া পোস্টারে অমিত শাহ –এর সঙ্গে অন্যান্য নেতৃবৃন্দের ছবির সঙ্গে জোরদার প্রচার হয়েছে অমিত শাহ –এর আগমন উপলক্ষ্যে। ৬ই মে রাজ্যে আসে অমিত শাহ কি বলবেন তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয় সূত্রে জানা যায়, বিজেপি’র সর্বভারতীয় সভাপতি সকাল ১০টা ৫৫ মিনিটে আগরতলা বিমান বন্দরে এসে পৌঁছুবেন। সেখান থেকে বিজেপি সমর্থকরা উনাকে বাইক র্যাগলী করে গিতাঞ্জলী স্টেট গেস্ট হাউসে নিয়ে আসা হবে। ১১টা ৫০ মিনিটে বিজেপি কোর গ্রুপের সাথে উনার মিটিং রয়েছে। দুপুর ১টায় গিতাঞ্জলী স্টেট গেস্ট হাউসে উনার প্রেস কনফারেন্স রয়েছে। রাত ৮টায় বিজেপি ত্রিপুরা প্রদেশ কার্যালয়ে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ –এর ঢুকার কথা রয়েছে। ১৮’র বিধানসভা নির্বাচনে বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ –এর এই সফর বিজেপি’র পালে হাওয়া তুলে কিনা সেই ব্যাপারে উৎসুক রাজনৈতিক মহলের সঙ্গে রাজ্যবাসীও।