আপডেট প্রতিনিধি, আগরতলা, ১২ জুন ৷৷ রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে গোমতী জেলা হাসপাতালের মুকুটে যুক্ত হল আরও দুটি নতুন পালক। সোমবার গোমতী জেলা হাসপাতালে একই সাথে উদ্বোধন হল ডায়ালাইসিস ইউনিট, এস এন সি ইউ ইউনিট এবং পক্ষকালীন ডাইরিয়া নিয়ন্ত্রন কর্মসূচী। উদয়পুরের তেপানীয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী এই কর্মসূচীর উদ্বোধন করেন। পাশাপাশি রাজ্যে শিশুমৃত্যু হার কমানোর জন্য এস এন সি ইউ ইউনিটের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। উল্লেখ্য, আই জি এম হাসপাতাল সহ রাজ্যের আরও ৪টি জেলা হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার প্রতিস্থাপনের জন্য গত ১৯ জনুয়ারী, ২০১৭ স্বাস্থ্য দপ্তর ও জাতীয় স্বাস্থ্য মিশন, ত্রিপুরার সাথে পশ্চিমবঙ্গর ‘এসকেম সঞ্জীবনী প্রাইভেট লিমিটেদ’-র মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়। তারই অঙ্গ হিসেবে সোমবার গোমতী জেলা হাসপাতালে ডায়ালাইসিস সেন্টার চালু করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, বনমন্ত্রী নরেশ জমাতিয়া সহ অন্যান্যরা।