গোপাল সিং, খোয়াই, ১২ জুন ৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০১৭ সালের মাধ্যমিকে এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া কৃতী ছাত্রছাত্রীদের এক অনাঢ়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। রবিবার সন্ধ্যায় ত্রিপুরা সরকারী শিক্ষক সমিতি (এইচ বি রোড) খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগে খোয়াই টাউন হলে আয়োজিত এই কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দত্ত, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত ব্যানার্জী সহ খোয়াই বিভাগীয় শিক্ষক নেতৃত্বরা। এদিন মাধ্যমিকের ১১৬ জন এবং উচ্চমাধ্যমিকের ৯৪ জন প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়।
অপরদিকে সোমবার খোয়াই কোহিনুর কমপ্লেক্সের ময়ূর কলা কেন্দ্রে এস এফ আই খোয়াই বিভাগীয় কমিটির উদ্যোগেও মাধ্যমিকের ১১৬ জন এবং উচ্চমাধ্যমিকের ৯৪ জন প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয়। এস এফ আই খোয়াই বিভাগীয় কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারম্যান শুক্লা সেনগুপ্ত, পুর পরিষদের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন কঙ্কন পুরকায়েস্ত, এস এফ আই খোয়াই বিভাগীয় সম্পাদক ও সভাপতি সহ অন্যান্যরা।