আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন ৷৷ আগরতলা বিমানবন্দরে ১৫ টি সোনার বিস্কুট সহ ১টি সোনার চেইন উদ্ধার করে সি আই এস এফ। জানা যায়, সোমবার বিকেলে আগরতলা বিমানবন্দরের সিকিউরিটি লাউঞ্জ থেকে বাংলাদেশের বাসিন্দা মহম্মদ লিটন আহন্মেদ (২৯) নামে এক বিমানযাত্রী সি আই এস এফের হাতে ধরা পড়ার ভয়ে প্রায় ৪৫ লক্ষ টাকার সোনার বিস্কুট সহ ১টি সোনার চেইন ফেলে বিমানবন্দর থেকে আড়ালে পালিয়ে যায়। ফলে সি আই এস এফের ভূমিকা নিয়ে আগরতলা বিমানবন্দরে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার ৪৫ লক্ষ টাকার সোনার বিস্কুট পাচারকারী অভিযুক্ত মহম্মদ লিটন আহন্মেদকে সোনামুড়া থেকে আটক করেছে পুলিশ।