রাজ্যের সরকারী কর্মচারীদের ২.২৫ হারে পে রিভিউ ঘোষণা

Vhnআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন ৷৷ রাজ্যের সরকারী কর্মচারীদের জন্য সুখবর। রাজ্য সরকার রাজ্যের সরকারী কর্মচারীদের জন্য পে এন্ড পেনশন রিভিশন কমিটির রিপোর্ট লাগু করেছে। মঙ্গলবার মহাকরণে অর্থমন্ত্রী ভানুলাল সাহা এক সাংবাদিক সন্মেলনে রাজ্যের সরকারী কর্মচারীদের জন্য ২.২৫ হারে পে রিভিউ ঘোষণা করেন। এতে শিক্ষক সহ সরকারী কর্মচারীদের ১৯.৬৮ শতাংশ বেতন বৃদ্ধি করা হয়েছে। রাজ্যে সরকার পে এন্ড পেনশন রিভিশন কমিটির অধিকাংশ রিপোর্টকে মান্যতা দিয়েছে বলে অর্থমন্ত্রী মন্ত্রীসভার বৈঠকের পর জানান। পে রিভিউ অনুযায়ী গ্রুপ-ডি সরকারী কর্মচারীদের নূন্যতম ৩,৯৩২ টাকা, গ্রুপ-সি কর্মচারীদের নূন্যতম ৫,৪৯৯ টাকা, গ্রুপ-বি কর্মচারীদের নূন্যতম ৯,৪৭৭ টাকা এবং গ্রুপ-এ কর্মচারীদের নূন্যতম ১৫,০০৬ টাকা বেতন বৃদ্ধি পেয়েছে। এছাড়াও পাম্প অপারেটর, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা, পি এস ইউ/DRW কর্মীদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে। ১ম এপ্রিল, ২০১৭ থেকে এই পে রিভিউ কার্যকর করা হবে বলে জানা যায়। পাশাপাশি দ্বিতীয় শনিবারের সঙ্গে সঙ্গে এবার থেকে চতুর্থ শনিবারেও সরকারী কর্মচারীদের ছুটি ঘোষণা করল অর্থমন্ত্রী ভানুলাল সাহা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*