বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৪ জুন ৷৷ বিজেপি কৃষাণ মোর্চার উদ্যোগে বাইখোরা কমিউনিটি হলে আয়োজিত হয় এক হল সভা। শান্তির বাজার মহকুমার অন্তর্গত বাইখোরা কমিউনিটি হলে দক্ষিণ জেলার ৭টি মন্ডল কমিটির কৃষাণ মোর্চার প্রতিনিধিদের নিয়ে এই হল সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কৃষাণ মোর্চার সভাপতি জহর সাহা, দক্ষিণ জেলার সভাধিপতি বিভীষণ দাস, দক্ষিণ জেলার সহসভাধিপতি শ্যামল দেবনাথ সহ অন্যান্যরা। হলসভা শেষে কমিউনিটি হল থেকে বাইখোরা বাজার পর্যন্ত এক সুবিশাল মিছিল সংগঠিত করেন।