আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ৷৷ রাজ্যের রাজ্যপাল তথাগত রায় বুধবার দুপুরে নির্মীয়মাণ রাজ ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। নবনির্মিত রাজ ভবনের নির্মাণ কাজের অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন। চলতি বছরের শারদোৎসবের আগেই নির্মাণ কাজ শেষ করে রাজভবন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। শেষে রাজ্যপাল একটি বকুল ফুলের গাছ রোপণ করে ভবনের সবুজায়নের কাজের সূচনা করেন।