আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৭ জুন ৷৷ গ্রামীণ গরিব অংশের মানুষ, জুমিয়াদের আর্থ সামাজিক অবস্থার উন্নতি ঘটানো, রাজ্যের প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করার লক্ষ্য নিয়ে ২০০৯ সালে উত্তর ত্রিপুরা ও ধলাই জেলার কিছু এলাকায় ইন্দো – জার্মান উন্নয়ন প্রকল্প রুপায়নের কাজ শুরু করা হয়েছে। এই প্রকল্প রুপায়নের কাজ এখনো চলছে। শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা ইন্দো – জার্মান উন্নয়ন প্রকল্পের এক দিনের ‘জাতীয় স্তরে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা’ –এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মূখ্যমন্ত্রী মানিক সরকার। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা ইন্দো – জার্মান উন্নয়ন প্রকল্পে এখন পর্যন্ত যে সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে তাকে সংহত করে আরও এগিয়ে যেতে হবে। মূখ্যমন্ত্রী প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বনায়নে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বনমন্ত্রী নরেশ চন্দ্র জমাতিয়া, মূখ্য সচিব সঞ্জীব রঞ্জন, পি সি সি এফ এস তালুকদার, নয়া দিল্লীস্থিত কে এফ ডব্লিউ-র সেক্টর বিশেষজ্ঞ সংগীতা আগরওয়াল, উত্তর-পূর্বাঞ্চল জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প আধিকারিক ডঃ পিটার গ্রস এবং ডঃ এ কে গুপ্তা।