বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৯ নভেম্বর ৷৷ ৩৮ জোলাইবাড়ী মন্ডল ভারতীয় মহিলা মোর্চার উদ্দ্যোগে এক সন্মেলন ও বাজার সভা অনুষ্ঠিত হয়। রবিবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ী কমিউনিটি হলে মহিলা মোর্চার উদ্দ্যোগে অনুষ্ঠিত এই সন্মেলন শেষে বিকেল বেলা এক মিছিল এর আয়োজন করা হয়। মিছিলটি জোলাইবাড়ী কমিউনিটি হল থেকে শুরু করে জোলাইবাড়ী বাজারের বিভিন্ন পথ অতিক্রম করে বাজারে এক সভায় মিলিত হয়। বাজারে মহিলা মোর্চার এই ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার সহ সভানেত্রি অজান্তা ভট্টাচার্য্য, দক্ষিন ত্রিপুরা মহিলা মোর্চার সভানেত্রী রত্না চৌধুরী, পিলাক জেলা সম্পাদক বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী মন্ডল সভাপতি তাপষ দত্ত, জোলাইবাড়ী মন্ডল মহিলা মোর্চার সভানেত্রী রুমা পাল ও অন্যান্য নেতৃবৃন্দ।