চাপের মুখে অবশেষে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নিচ্ছে মায়ানমার

rohiআন্তর্জাতিক ডেস্ক ৷৷ বিশ্বজোড়া চাপের মুখে অবশেষে রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি করল মায়ানমার। আজ নেইপিডাউয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রী এ এইচ মাহমুদ আলির সঙ্গে চুক্তি করেছেন মায়ানমারের কেন্দ্রীয় মন্ত্রী ইউ কিয়াউ টিন্ট সুই। চুক্তি অনুসারে, আগামী তিন সপ্তাহের মধ্যে যৌথ কার্যনির্বাহী গোষ্ঠী তৈরি করা হবে। দু’মাসের মধ্যেই রোহিঙ্গাদের ফেরানোর প্রক্রিয়া শুরু করা হবে। মায়ানমারের হিংসাবিধ্বস্ত রাখাইন প্রদেশ থেকে ৬ লক্ষেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছেন। রোহিঙ্গাদের উপর অত্যাচারের অভিযোগ এনে গতকালই মায়ানমারের উপর চাপ বাড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র। কয়েকদিন আগেই চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বাংলাদেশ ও মায়ানমার সফরে গিয়ে দু’দেশের সরকারকে রোহিঙ্গা সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেন। এরপরেই বাংলাদেশ ও মায়ানমার রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে চুক্তি করল। বাংলাদেশের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মায়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি-র সঙ্গে দেখা করেন মাহমুদ আলি। তাঁদের মধ্যে বাণিজ্য, শক্তি ও ভারত, বাংলাদেশ, চিন, মায়ানমার সংযোগের বিষয়ে আলোচনা হয়েছে। রাখাইন প্রদেশের জন্য তিনটি অ্যাম্বুল্যান্সও উপহার দিয়েছেন মাহমুদ আলি। এক সংক্ষিপ্ত বিবৃতিতে সংবাদমাধ্যমকে বাংলাদেশের বিদেশমন্ত্রী বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে এই চুক্তি প্রথম ধাপ। মায়ানমারের শ্রম, অভিবাসন ও জনসংখ্যা বিভাগের স্থায়ী সচিব মিন্ট কিয়াইং বলেছেন, বাংলাদেশ ফেরত পাঠালেই তাঁরা রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে তৈরি।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*