আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি ৷৷ ২০১৮ বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হল বুধবার। এদিন থেকেই প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা করতে পারবেন। যা চলবে আগামী ৩১ জানুয়ারী পর্যন্ত। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে ১ ফেব্রুয়ারি। বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক শ্রীরাম তরুণীকান্ত। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠ ভাবে সম্পন্ন করার লক্ষ্যে যাবতীয় উদ্যোগ নেওয়া হয়েছে। সেই অনুসারে কাজ চলছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর বিভিন্ন এলাকায় টহল শুরু করে দিয়েছে। চলছে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াও। তিনি আরও বলেন, বিজেপি দলের পক্ষ থেকে সরকারি কর্মচারীদের কাছ থেকে চাঁদা নেওয়ার যে অভিযোগ জমা পড়েছে সেই মূলে তদন্ত করার জন্য জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে।