আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী ৷৷ বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন রাজ্যে এসে দুটি জনসভায় ভাষন রাখবেন তিনি। দুপুর ১টা ৩০ মিনিটে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার এবং বিকেল ৩টা ৩০ মিনিটে রাজধানী আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে দুইটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। ত্রিপুরা প্রদেশ বিজেপি’র পক্ষ থেকে আগেই ঘোষণা করেছিল রাজ্যের নির্বাচনী প্রচারের ঝড় তুলতে গ্রেন্ড ফিনালে মাঠে নামবেন প্রধানমন্ত্রী। গত ৮ ফেব্রুয়ারী সোনামুড়া এবং কৈলাশহরে দুটি জনসভা করেছিলেন তিনি। বৃহস্পতিবার দ্বিতীয় বারের মতো নির্বাচনী প্রচারের ঝড় তুলতে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শহরে কঠোর নিরাপত্তা গ্রহন করা হয়েছে।