শপথ নিলেন হাইকোর্টের তৃতীয়তম প্রধান বিচারপতি অজয় রাস্তোগী

hcআপডেট প্রতিনিধি, আগরতলা, ০২ মার্চ ৷৷ ত্রিপুরা হাইকোর্টের তৃতীয়তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রাজস্থান হাইকোর্টের বরিষ্ঠ বিচারপতি অজয় রাস্তোগী। বিচারপতি টি ভাইপেইয়ের স্থলাভিষিক্ত হলেন তিনি। বৃহস্পতিবার রাজভবনের দরবার হলে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল তথাগত রায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা, বার কাউন্সিলের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্ট জনেরা। পূর্ণাঙ্গ হাইকোর্ট গঠনের পর এনিয়ে তিনজন প্রধান বিচারপতি পেল ত্রিপুরা হাইকোর্ট। হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি হিসেবে দীপক গুপ্তা রাজ্যে বেশ কিছু যুগান্তকারী রায় দিয়ে গেছেন। বিচার ব্যবস্থার প্রতি মানুষকে আস্থা দেখিয়ে গেছেন তিনি। এবার উচ্চ আদালতের তৃতীয় বিচারপতি হিসেবে শপথ নিলেন অজয় রাস্তোগী। তিনি ছিলেন রাজস্থান হাইকোর্টের একজন সিনিয়র বিচারপতি। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ রাজভবনের দরবার হলে শপথ গ্রহণ করেন ত্রিপুরা উচ্চ ন্যায়ালয়ের প্রধান বিচারপতি অজয় রাস্তোগী। ভারতীয় সংবিধানের প্রথা মেনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল তথাগত রায়। মুখ্যসচিব সঞ্জীব রঞ্জনের পরিচালনায় চলে গোটা শপথ গ্রহণ অনুষ্ঠান। সংবিধানের প্রতি সম্পূর্ণ আনুগত্য রেখে রাজ্যের মানুষকে সুষ্ঠু ও ন্যায় বিচার পাইয়ে দেওয়ার অঙ্গিকার রাখেন প্রধান বিচারপতি। শপথ গ্রহণের অব্যবহিত পরেই যাবতীয় আইনী কাগজপত্রে স্বাক্ষর করেন রাজ্যপাল এবং প্রধান বিচারপতি। এরপরেই বেজে উঠে জাতীয় সঙ্গীত।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*