গোপাল সিং, খোয়াই, ১৬ মার্চ ৷৷ হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন চাকুরিচ্যুত ১০,৩২৩ জন শিক্ষকদের মধ্যে একজন শিক্ষক। প্রয়াত এই শিক্ষকের নাম পুরন্দর দেব্বর্মা। গত বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে হপ্র্যাত হন তিনি। শুক্রবার ওনার আত্মার প্রতি সৎ গতি কামনা করে রাজ্যের প্রতিটি মহকুমা এবং জেলা সদরে মৌন মিছিল সংগঠিত হয়। এদিন খোয়াইয়ে সন্ধ্যা ৬টায় মৌন মিছিল করে পথ হাঁটলেন শিক্ষক-শিক্ষিকারা।