আপডেট প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন ৷৷ রাজভবনে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার ত্রিপুরার ভারপ্রাপ্ত রাজ্যপাল কেশরীনাথ ত্রীপাঠিকে ত্রিপুরা স্টেট রাইফেলসে’র পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ রাজ্য মন্ত্রীসভার সদস্যগণ, ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রেবতী মোহন দাস, আগরতলা পুর নিগমের মেয়র ডঃ প্রফুল্লজিৎ সিনহা, মূখ্য সচিব সঞ্জীব রুঞ্জন সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন।