বয়স মাত্র ১০। তবে ভয়ডরের বালাই নেই একফোঁটাও। তাই তো সিংহ, নেকড়ে ও চিতাবাঘের সঙ্গে দিব্যি নিশ্চিন্তে এক বিছানায় ঘুমোয় সৌদি আরবের ছোট্ট মেয়ে মাদওয়াই আল অঞ্জি।
নিউজ ওয়েবসাইট emirates247.com-এর খবর অনুযায়ী অঞ্জি জানাল, “ওদের ছাড়া আমি ঘুমোতেই পারি না। দেড় থেকে ৩ বছরের মধ্যে ওদের সকলের বয়স। ওদের খুব ভালবাসি আমি।” ওদের সঙ্গে থাকার জন্য নিজের বাবার কাছ থেকে বিশেষ ট্রেনিংও পেয়েছে অঞ্জি। তবে অন্য শিশুদের সাবধান করতে চায় সে।
অঞ্জি বলেন, “ওরা আমার পরিবারের সদস্য।” সৌদি আরবের নিউজ নেটওয়ার্ক আল আরাবিয়া প্রথম অঞ্জির খবর প্রকাশ করে।
সূত্র: জি নিউজ।