বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২৮ সেপ্টেম্বর ৷৷ সাব্রুম থানার পুলিশের দূর্বল তদন্তের কারনে গত ২৩শে সেপ্টেম্বর, ২০১৮ ইং তারিখে সাব্রুমের পিস্তল কান্ডে ধৃত তিন জনের মধ্যে দুইজনের অন্তবর্ত্তী কালীন জামিন হয়। তারা হলেন রইঙ্গ মগ ও সম্রাট সেন। সাব্রুম শহরবাসীর মধ্যে প্রশ্ন উঠতে শুরু হয়েছে দুটি পিস্তল ও প্রচুর পরিমানে কার্তুজ সহ হাতেনাতে তিন অভিযুক্ত গ্রেপ্তার হলেও অভিযুক্তরা কিভাবে মাত্র ৫ দিনের মধ্যে ছাড়া পেয়ে গেল| এনিয়ে সাব্রুম শহরবাসীদের মধ্যে কর্তব্যপরায়ন সাব্রুম থানার পুলিশ বাবুদের কর্তব্য নিয়ে নানাহ গুঞ্জন শুরু হয়েছে|