গোপাল সিং, খোয়াই, ১৩ ডিসেম্বর ৷৷ খোয়াই মহকুমার কেমিষ্ট ও ড্রাগিষ্ট এসোসিয়েশনের চতুর্থ দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে খোয়াই পুরাতন টাউন হলে সংগঠনের পতাকা উত্তোলন করে সন্মেলনের সূচনা করেন সংগঠনের খোয়াই বিভাগীয় কমিটির সভাপতি সুকেন্দু রঞ্জন মোদক। সন্মেলনে ত্রিপুরা কেমিষ্ট ও ড্রাগিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কান্তিলাল দেব, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন লাল রায়, সংগঠনের সদস্য দেবজ্যোতি সরকার, সুব্রত দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সন্মেলনে খোয়াই সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।