জানা যায়, বুধবার সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়া থেকে টি আর ০১ এ ১৪৯০ নম্বরের যাত্রীবাহী বাস বড়মুড়া পাহাড়ের নারায়ণ বাড়ী এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ে ধাক্কা দেয়। তাতে বাসের সহচালক কিশোর শুক্ল দাসের (৪০) ঘটনাস্থলেই মৃত্যু হয়। জানা যায়, মৃত কিশোরের বাড়ী তেলিয়ামুরা থানাধীন তুইসিন্দ্রাই এলাকায়। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী এবং টি এস আর জওয়ানরা এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।