আপডেট প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল ৷৷ রাজধানী চন্দ্রপুরে বিধ্বংসী আগুনে ছাই হয়ে গেল একটি গোডাউন। জানা যায়, বুধবার সকালে চন্দ্রপুরে একটি গোডাউনে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকরা অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। কথা বলেন ক্ষতিগ্রস্তদের সাথে।