আপডেট প্রতিনিধি, আগরতলা, ১১ এপ্রিল ৷৷ বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভাবেই শেষ হল লোকসভার পশ্চিম ত্রিপুরা আসনে ভোটগ্রহণ প্রক্রিয়া। বৃহস্পতিবার (১১ই এপ্রিল) দেশের ১৭তম লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের নির্বাচন ছিল। এদিন ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা আসনে ভোট ভোট দান পর্ব শেষ হয়। সকাল ৭টা থেকে শুরু হয় ভোট দান পর্ব। শেষ হয় বিকেল ৫টায়। তবে কিছু কিছু বুথে ৫টার পরেও ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট ভোট দান পর্ব সম্পন্ন করেন। প্রতিটি ভোট কেন্দ্র গুলিতে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে।
জানা গেছে, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটার রয়েছেন ১৩ লক্ষ ৪৭ হাজার ৩৭৭ জন। তার মধ্যে পুরুষ ভোটার হল ৬ লক্ষ ৮২ হাজার ১২২ জন এবং মহিলা ভোটার হল ৬ লক্ষ ৬৫ হাজার ২৪৮ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার হল ৭ জন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট পলিং বুথের সংখ্যা ছিল ১৬৭৬টি। অতিস্পর্শকাতর বুথের সংখ্যা ১৮০টি এবং স্পর্শকাতর বুথের সংখ্যা ১১৯টি। জানা যায়, নির্বাচনের কাজে যুক্ত রয়েছেন ৯২৩৫ জন ভোট কর্মী। নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের এলাকাগুলিকে নিরাপত্তার চাঁদরে মুড়ে ফেলা হয়েছে।