ছয় বছর নয়, ছয় দশক হোক ! – রাজ্যের বিশিষ্ট তরুণ লেখক শান্তনু

রাজ্যের বিশিষ্ট তরুণ লেখক শান্তনু চক্রবর্তী।

রাজ্যের বিশিষ্ট তরুণ লেখক শান্তনু চক্রবর্তী।

আগরতলা, ২৭ জুলাই ৷৷ “নিউজ আপডেট অব ত্রিপুরা”র ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজ্যের বিশিষ্ট তরুণ লেখক শান্তনু চক্রবর্তী এক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। “নিউজ আপডেট অব ত্রিপুরা”র তরফ থেকে উনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞেপন করছি। রাজ্যের তরুণ লেখক শান্তনুর কলমে তিনি লিখেছেন –

“সেইভাবে বলতে গেলে ইংল্যান্ডের মাটিতে যে ‘পিরিওডিক্যালক্স’ এর আবির্ভাব ঘটেছিল জোসেফ এডিসন ও স্যার রিচার্ড স্টিলের হাত ধরে তারই বিবর্তিত রূপ আজকের সংবাদমাধ্যম। তবে বিজ্ঞান ও প্রযুক্তির হাত ধরে সংবাদ পরিবেশনা এক অনন্য পর্যায়ে পৌঁছে গেছে। ক্যাক্সটন সাহেবের ছাপাজগৎ এখন কালি-কাগজ থেকে ডিজিটাল। ডিজিটাল সংবাদমাধ্যম এখন অনেক জনপ্রিয় তথা অত্যাবশ্যকও বটে। কারণ আমাদের ক্রম-ত্বরান্বিত জীবন যাপন।
আমাদের এই সুবর্ণময়ী রাজ্য ত্রিপুরাতে ডিজিটাল সংবাদ পরিবেশনার অন্যতম গুরুত্বপূর্ণ ও পুরোনো প্লাটফর্ম হল নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম। শান্তনু চক্রবর্তী, “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কমে”র প্রতিষ্ঠাতা ও এডিটর। বিগত ছয় বছর ধরে নিরন্তর সংবাদ পরিবেশনা করে চলেছে এই ওয়েব পোর্টাল।
একনিষ্ঠতা ও সুদক্ষ পরিচালনাই এই ডিজিটাল নিউজ প্লাটফর্মটির সাফল্যের চাবিকাঠি। ত্রিপুরার সংবাদ পরিবেশন জগতে বহু পত্রিকা ও ওয়েব পোর্টালের আবির্ভাব ঘটেছে এবং সঠিক নির্দেশনা ও নেটওয়ার্ক এর অভাবে কালের গর্ভে মিলিয়ে গেছে। সেদিক থেকে “নিউজ আপডেট অব ত্রিপুরা” এক যুগান্তকারী ও উতকৃষ্ট উদাহরণ, কিভাবে একটি প্রতিষ্ঠানকে ক্রমে সাজিয়ে তুলতে হয় এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে হয় ইম্পারশিয়াল জার্নালিজমের প্রতি৷
ছয় বছর নয়, ছয় দশক পেরিয়ে যাক সাফল্যের সাথে “নিউজ আপডেট অব ত্রিপুরা”, এই শুভকামনা রইল। ধন্যবাদ শান্তনু চক্রবর্তী মহোদয়কে সংবাদ পরিবেশনায় দৃষ্টান্ত স্থাপনের জন্য। রাজ্য নয় একদিন দেশ বিদেশের সীমা অতিক্রম করবে এই ডিজিটাল নিউজ পোর্টাল।“
অফুরান শুভেচ্ছা সহ
শ্রী শান্তনু চক্রবর্তী
২৬/০৭/২০১৯
বাধারঘাট, আগরতলা।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*