আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৩ আগস্ট ৷৷ রাজধানীতে আত্মঘাতী হল এক টমটম চালক। জানা যায়, পারিবারিক অশান্তি এবং মানসিক অবসাদের জেরে শুক্রবার রাতে মাত্রাতিরিক্ত নেশা সামগ্রী সেবন করে বাড়িতে যায় বিবেকানন্দ মালাকার (৪৯) নামে জনৈক টমটম চালক। জানা যায়, স্ত্রী ও সন্তানদের নিয়ে রাজধানীর ইন্দ্রনগর এলাকায় ভাড়া থাকতো সে। টমটম চালিয়ে কোনোমতে সংসার চালাতো সে। জানা যায়, রাজ্যে ই-রিক্সা নিয়ে বিধিনিষেধ জারি হওয়ার পর থেকে মানসিক ভাবে ভেঙ্গে পরে বিবেকানন্দ মালাকার। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়িতে নেশা করে এসে নিজের টমটমটি ভাংচুর করে ঘুমিয়ে পড়ে সে। গভীর রাতে বাড়ির লোক তাকে ছটফট করতে দেখে জি বি হাসপাতালে নিয়ে যায়। শনিবার সকালে মৃত্যু হয় তার।