পুলিশি অভিযানে ১৮০ কেজি গাঁজা সহ ৩ পাচারকারীকে আটক

2সাগর দেব, তেলিয়ামুড়া, ২১ জুন ৷। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া ট্রাফিক’র ডি এস পি সোনা চরণ জমাতিয়া এবং এস আই প্রীতম দত্তের নেতৃত্বে ১৪ চাকার একটি লরিতে তল্লাশি চালিয়ে ১৮০ কেজি গাঁজা সহ তিন জনকে আটক করা হয়েছে। ঘটনা রবিবার ভোর ৪টা নাগাদ আসাম আগরতলা জাতীয় সড়কে তেলিয়ামুড়া থানার সামনে। জানা যায়, তেলিয়ামুড়া ট্রাফিক’র ডি এস পি সোনা চরণ জমাতিয়া গোপন খবর পায় একটি ১৪ চাকার একটি লরিতে করে গাঁজা আসবে। সেই খবর পেয়ে সোনা চরন জমাতিয়ার নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী তেলিয়ামুড়া থানার সামনে উৎ পেতে বসে থাকে। ঠিক ভোর চারটা নাগাদ BR03-GA-9114 নম্বরের একটি ১৪চাকার লরি আসছে প্রত্যক্ষ করে ডি এস পি সোনা চরণ জমাতিয়া সহ পুলিশকর্মীরা গাড়িটি তল্লাসি চালিয়ে ১৮ প্যাকেট অর্থাৎ ১৮০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। পুলিশ লরিতে থাকা তিন জন পাচারকারীকে আটক করেছে। খবর পেয়ে থানায় ছুটে আসেন তেলিয়ামুড়ার এসডিপিও বি. জগদীশ্বর রেড্ডি। পুলিশ তদন্তের স্বার্থে ধৃত তিন জনের নাম জানায় নি। তবে লরিটি জিরানিয়া থেকে বিহারের উদ্দেশ্য যাচ্ছিল এমন সংবাদ জানিয়েছেন তেলিয়ামুড়ার এসডিপিও। তিনি আরো জানিয়েছেন, আগামী দিনেও তাদের এরকম অভিযান জারি থাকবে।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*