দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২১জুন ।। ষষ্ঠ আন্তর্জাতিক যোগা দিবস গোটা রাজ্যে সাড়ম্বরে পালিত হয়েছে। শহরের এন এস আর সি সি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের মূল অনুষ্ঠানটি সম্পাদিত হয়। তাছাড়া এদিন রাজধানীর হিন্দি হায়ার সেকেন্ডারী স্কুলের হল ঘরে রুটি ব্যাঙ্ক ফাউন্ডেশনের উদ্যোগেও দিনটি পালন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ প্রতীমা ভৌমিক, দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্ত জিমনাষ্ট বিশ্বশ্বর নন্দী, ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশানের সেক্রেটারি তিমির চন্দ, স্কুলের প্রিন্সিপ্যাল মধুমিতা দত্ত, রুটি ব্যাঙ্ক ফাউন্ডেশনের সভাপতি রূপা রায় (দাস) প্রমুখ।
রবিবার ষষ্ঠ আন্তর্জাতিক যোগাসন দিবসে উৎসাহ উদ্দীপনায় অংশ নিয়েছে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। যাদের কোনো দিন ময়দানে কসরৎ করতে দেখা যায়নি সেই সব মানুষদেরও যোগাসন দিবসে দেখা গেছে রীতি মতো ব্যস্ত রয়েছেন নানা প্রক্রিয়া সম্পাদনে।
এদিন রাজ্যের মূখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ মূখ্যমন্ত্রী জায়া নীতি দেবকেও মূখ্যমন্ত্রীর সরকারী আবাসে যোগাসন প্রক্রিয়া সম্পাদনে ব্যাস্ত থাকতে দেখা গেছে।