বছর যেমন এগিয়ে যায়,
তেমনি এগিয়ে যাক স্বপ্ন গুলি |
সময়ের সাথে সাথে কুড়ি গুলি ডানা মেলুক,
ফুল ফুটে, তার সুবাস ছড়িয়ে পড়ুক |
জীবন নিত্য বহমান,
সময় নদীর স্রোত
এগিয়ে চলার আরেক নাম ওই জীবন
পথে কাঁটা হাজার হোক ||
দুর্গম পথে এগিয়ে চলুক
সত্য, সাহসীকতার নতুন প্রতীক
হয়ে উঠুক এই মাধ্যম
হোক নতুন জাগরণ |
বছর পূর্তির অনেক শুভেচ্ছা
পাশে আছি আমরা
এগিয়ে চলুক ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’||
– অনামিকা চক্রবর্তী,
১০ই জুলাই, ২০২০ । আগরতলা।