মেধা তালিকা ছাড়াই প্রকাশিত হল CBSE উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৮৮.৭৮%

imagesআপডেট প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই || প্রকাশিত হল CBSC-র উচ্চমাধ্যমিকের ফলাফল। সোমবার দুপুরে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়। CBSC-র বোর্ডের পরীক্ষায় পাশের হার ৮৮.৭৮%। মেধা তালিকা ছাড়াই এবার রেজাল্ট প্রকাশ করা হয়। সিবিএসই-র পক্ষ থেকে রেজাল্ট দেখার জন্য www.results.nic.in ও www.cbseresults.nic.in এই দুটি সাইটের কথা জানানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার প্রকাশিত হয়  ISCE-র মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের ফলাফল। ISCE-র বোর্ডের পরীক্ষায় পাশের হার ৯৯.৩৩%। ফলাফল প্রকাশের পর কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি। কারণ এবার অর্ধেক পরীক্ষার নম্বরের ভিত্তিতেই ফলাফল প্রকাশ করা হয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*