সপ্তম বর্ষপূর্তির শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ ‘Elixir’ শিক্ষা প্রতিষ্ঠানকে

santanu daআগরতলা, ১৩ জুলাই ৷। ‘নিউজ আপডেট অব ত্রিপুরা’ এর সপ্তম বর্ষ অতিক্রম করে অষ্টম বর্ষে পদার্পণ করার শুভ লগ্নে অগুনিত শ্রদ্ধেয় পাঠকদের শুভেচ্ছা বার্তা পেয়েছি। এরকমই আমাদের শুভাকাঙ্ক্ষী একটি শিক্ষা প্রতিষ্ঠান ‘Elixir Chemistry Tuition Centre’। যার প্রাণপুরুষ দেবব্রত চক্রবর্তী। তাদের প্রেরিত শুভেচ্ছা বার্তার জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি শিক্ষা প্রতিষ্ঠান ‘Elixir Chemistry Tuition Centre’ এবং দেবব্রত চক্রবর্তীকে। পাশাপাশি ধন্যবাদ জ্ঞাপন করছি এই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত সকল সদস্য ও পড়ুয়াদের।
FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*