ভারতের ন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বীরভূমের রামপুরহাটে।
রোববার সকালে রামপুরহাটের এক বেসরকারি ক্লিনিক থেকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ কালীপদ অধিকারীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
তাকে খুন করা হয়েছে বলে দাবি চিকিৎসকের পরিবারের। রামপুরহাটের ওই ক্লিনিকটিতে তিনি প্র্যাকটিস করতেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গতকাল সেখানে যান কালীপদ অধিকারী। আজ সকালে ক্লিনিকের শৌচাগার থেকে ওই চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তার বাড়ি বীরভূমের মহম্মদবাজার থানা এলাকার বনপুরে।