আপডেট প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই ৷। লকডাউনে নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশন। রবিবার এই বৈঠকে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উচ্চপদস্থ কর্মকর্তারা। তারা তিন দিনের লকডাউন নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, রাজ্যে প্রচুর পরিমাণে খাদ্য মজুদ আছে, অযথা বাজারে গিয়ে ভিড় বাড়াবেন না। সোমবার থেকে সাইকেল ভ্যান বেরোবে। সাইকেল ভ্যানে নিত্যপ্রয়োজনীয় জিনিস, ঔষধ সবকিছুই পেয়ে যাবে রাজ্যবাসী। তারা বলেন, অযথা আতঙ্কিত হবেন না।