আপডেট প্রতিনিধি, আগরতলা, ০৫ আগষ্ট ৷। অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পবিত্র দিনে বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য কার্যালয়ে রাম পূজো করা হয়। বুধবার বিশ্ব হিন্দু পরিষদের বজরং দলের রাজ্য কার্যালয় শঙ্কর চৌমুহনী এলাকাস্থিত গীতা ভবনে রাম পূজো এবং নারায়ণ শীলা পূজো করা হয়। এদিন বিশ্ব হিন্দু পরিষদের পশ্চিম ত্রিপুরা জেলার সংগঠন মন্ত্রী পার্থ প্রতিম দেবনাথ রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছে।